হোম অন্যান্যসারাদেশ বাগআঁচড়া পুলিশের হাতে ১৩০ বোতল ফেন্সিডিল সহ যুবক।

বাগআঁচড়া পুলিশের হাতে ১৩০ বোতল ফেন্সিডিল সহ যুবক।

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ
মিলন হোসেন বেনাপোল :
যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার বিকালে, এক অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল সহ মাসুম বিল্লা(২৫)কে আটক করেছে। সে শার্শা থানার ধানতাড়া গ্রামের কিতাব আলী গাজীর ছেলে।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস, বিষয়টি নিশ্চিত করে জানান ফাঁড়িতে একটি খবর আসে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে বাগ আঁচড়া বাজার সুন্দরবন  বাস কাউন্টারের সামনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে, মাছ রাখার ককসেটের  মধ্যে হতে ১৩০ বোতল ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন