হোম জাতীয় বাউফলে স্বেচ্ছাসেবক দলের সভায় হামলা, আহত ৫

জাতীয় ডেস্ক :

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত কর্মিসভায় হামলা চালিয়ে সভা ভন্ডুলের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় লিটন, তারেকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, গোসিংগা মিয়া বাড়ির সামনে প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবক দলের পূর্বনির্ধারিত সভা চলাকালে ছাত্রলীগের ১৫-২০ কর্মী সেই সভায় হামলা করে চেয়ার-টেবিলসহ সভামঞ্চ ভাঙচুর করে সভা পণ্ড করে দেয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি আল মামুন জানান, সভাস্থলে হামলার খবর পেয়ে প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কিছু চেয়ার ভাঙচুর ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে কারা কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন