হোম এক্সক্লুসিভ বাউফলে জমি নিয়ে শত্রুতার জেরে চাচার হাতে ভাতিজা খুন

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চাচার হাতে ভাতিজা আল-আমিন মৃধা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার বাউফলের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আল-আমিন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের শানু মৃধার ছেলে।

আল আমিনের তৃতীয় চাচার ছেলে ইরফান মৃধা বলেন, আমরা সবাই মিলঘরে বসা ছিলাম। এর মধ্যে আল-আমিন ভাইয়া একা বাড়ির দিকে রওনা হয়। কিছুক্ষণ পরে আমরা দেখি অনেক মানুষজন দৌড়াদৌড়ি করছেন।এরপর দেখি আমাদের চাচা মোতালেব মৃধা ও তার সঙ্গে আরও ৮/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে যাচ্ছে। এরপর আমরা দৌড়ে গিয়ে দেখি আল-আমিন ভাইয়ার সারা শরীর রক্তে ভরা। পরে আমরা তাকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতালে বসেই আল-আমিন ভাইয়া মারা যান।

নিহত আল-আমিনের ৯ জন চাচার মধ্যে অভিযুক্ত মোতালেব মৃধা চার নাম্বার। অনেক দিন আগে থেকেই পৈত্রিক সম্পত্তি নিয়ে চাচা মোতালেবের সঙ্গে দ্বন্দ্ব ছিল আল-আমিনের।

এ ব্যাপারে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, জায়গা-জমি নিয়ে পারিবারিক শত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন