হোম আন্তর্জাতিক ‘বাইডেন মানসিক ভারসাম্যহীন’

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন সেদেশের আরেক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৯ অক্টোবর) দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক জনসভায় বক্তব্যে ট্রাম্প বলেন, বাইডেনের নির্বুদ্ধিতার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে মানসিক ভারসাম্যহীন বলেও বিদ্রুপ করেন তিনি।

মধ্যবর্তী গভর্নর নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের মনোবল বাড়াতে যুক্তরাষ্ট্রজুড়ে সমাবেশে অংশ নিচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক জনসভায় বক্তব্য দেন তিনি। এসময় রাশিয়া-ইউক্রেন ইস্যুতে একহাত নেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

জনসভায় ট্রাম্প বলেন, বাইডেনের নির্বুদ্ধিতার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসতে হবে। নয়ত তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এমন যুদ্ধ যা আমরা আগে কখনও দেখিনি। শুধু একজন মানুষের নির্বুদ্ধিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

চলমান যুদ্ধে মার্কিন প্রশাসন বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ এড়ানো যেত বলেও মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

অ্যারিজোনার জনসভায় দেয়া বক্তব্যে বাইডেনকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ঠিকভাবে কথা বলতে পারেন না বলে বিদ্রুপ করেন তিনি। এমনকি তার মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ডোনাল্ড ট্রাম্প।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন