মাগুরা অফিস :
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন,‘বাংলার মাটিতে মৌলবাদী-জঙ্গীবাদীদের ঠাঁই হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ভাস্কর্য ভাংচুরের ধৃষ্ঠতা যারা দেখিয়েছে তাদের কোন ছাড় দেয়া হবে না।’ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ, সোমবার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ১০ টায় শহরের চৌরাস্তা বকুল তলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান প্রমুখ।
সাইফুজ্জামান শিখর এমপি আরও বলেন,‘আমরা আলেম সমাজকে অত্যন্ত সম্মান করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন। এছাড়া সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শান্তিপূর্ণ অগ্রযাত্রার বাংলাদেশকে বাধাগ্রস্থ করার চেষ্টা করা হচ্ছে।’
s