হোম খুলনাসাতক্ষীরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে মানব রচিত মতবাদ বাদ দিয়ে ইসলামী আইন কায়েম করতে হবে -সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান

বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে মানব রচিত মতবাদ বাদ দিয়ে ইসলামী আইন কায়েম করতে হবে -সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্টিত হয়েছে। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের মুন্সিপাড়াস্থ আলামিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

প্রধান অতিথি এসময় বলেন, অতিতে অনেক সরকার দেশে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমারা বিশ্বাস করি, মানব রচিত মতবাদ ভূলে ভরা। এটা একটা ভূল মতবাদ। যতদিন এই মতবাদ নিরে যারা আন্দোলন করবে, রাজনীতি করবে, তাদের দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। বরং আল্লাহর মতবাদই আদর্শ মতবাদ। আর সেটা হল ইসলামী মতবাদ, এটাই হক, এটাই সঠিক, কোন ভুল নেই এখানে। এই নির্ভুল জীবন বিধান অর্থাৎ ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে মানব রচিত মতবাদ বাদ দিয়ে কুরআন-সুন্নার আইন বাংলাদেশে কায়েম করতে হবে।

সংগঠনটির সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের স ালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অ লের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
শিক্ষা বৈঠকে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাহবুবল আলম, জেলা কর্মপরিষদ এড.আব্দুস সুবহান মুকুল, ডা.মাহমুদুল হক, জামশেদ আলম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন