হোম এক্সক্লুসিভ বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার তাসকিন: সাকিব
স্পোর্টস ডেস্ক:
সম্প্রতি দেশের এক ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারে স্টাইলিশ ক্রিকেটার প্রসঙ্গে সাকিব বলেছেন তাসকিন আহমেদের নাম।
ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসানকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগেই এই সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। শনিবার(৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় সাক্ষাৎকারটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন রাফসান। তাতে জানা গেছে সাকিবের খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অজানা কিছু খবর।
ওই সাক্ষাৎকারে সাকিববে বলা হয়, আপনি তো দেশের সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার। আপনি বাদে কে সবচেয়ে বেশি স্টাইলিশ। জবাবে সাকিব বলেন, ‘এখন তো দেখি সবাই স্টাইলিশ, সবাই চেষ্টা করে। তবে আমি তাসকিনের নাম বলব।’
সাকিবের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং দুটি সময় সম্পর্কেও জিজ্ঞেস করা হয় সাক্ষাৎকারে। খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবারই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাকিব। তবে তার কাছে সবচেয়ে কঠিন সময় হিসেবে মনে হয়েছে নিষিদ্ধ হয়ে ক্রিকেট থেকে দূরে থাকার মুহূর্ত দুটি।
সাকিব বলেন, ‘চ্যালেঞ্জিং টাইম যদি বলতে হয়, তবে দুইবার বলব, যখন সাসপেন্ড হয়েছি দুইবার।’ উল্লেখ্য, ২০১৪ সালে ৮ মাসের জন্য সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। সে সময় জানানো হয় ‘মারাত্মক ধরনের আচরণগত সমস্যার কারণে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে। তবে সাড়ে তিন মাস যেতে না যেতেই বিসিবি নিষেধাজ্ঞা তুলে নেয়।
এরপর, ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো সাকিব ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। সেবারের অভিযোগ আরও মারাত্মক। আইসিসির দুর্নীতি বিরোধী কমিশন (আকসু) সাকিবের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের অভিযোগ এনে এক বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে ও ২ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। বাজিকরদের সঙ্গে যোগাযোগ ও এ বিষয়ে দুর্নীতি বিরোধী কমিশনকে না জানানোয় এই নিষেধাজ্ঞা এসেছিল তার ওপর।
সাকিব এই সময়টাকে একজন রাজনীতিবিদের জেলে বন্দী থাকার সঙ্গে তুলনা করে বলেন, ‘যদি আমি পলিটিশিয়ান হতাম, জেলে গেলে যেমন অবস্থা হয়, বা একটা সাধারণ মানুষ যদি জেলে যায়, তার জন্য যে জিনিসটা হয়, আমার কাছে ক্রিকেট না খেলাটা অমন অবস্থা। সেদিক থেকে আমার জীবনে দুবার এমন অবস্থা হয়েছে। তাই আমি বলব এই দুটি সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন