হোম বিনোদন বাংলাদেশে ‘টাইগার ৩’ মুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক:

আগামীকাল রোববার (১২ নভেম্বর) বিশ্বব্যাপি মুক্তি পাবে ‘টাইগার ৩’। শোনা গিয়েছিল বাংলাদেশেও একই দিনে মুক্তির কথা। কিন্তু আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে না সবার আকাঙ্খিত ছবিটি।

জাজ মাল্টিমিডিয়া সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছিল। তবে সেই অনুমতি এখনও মেলেনি।

সিনেমাটির আমদানীকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সময় সংবাদকে বলেন, ‘আমরা নিয়মানুযায়ী আবেদন করেছি কিন্তু এখনও অনুমতি পাইনি।’

আব্দুল আজিজ আরও বলেন, ‘অনুমতি পেলে আমরা মুক্তির তারিখটি জানিয়ে দেব।’

জানা গেছে, তিনটি মুসলিম দেশে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। মূলত সিনেমাটির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এ তিন দেশের। তাদের দাবি, এ ধরনের দৃশ্য় দেশের সংস্কৃতিকে আঘাত করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন