হোম আন্তর্জাতিক বাংলাদেশে এলো ইনস্টাগ্রাম মিউজিক

আন্তর্জাতিক ডেস্ক :

অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহুল আকাঙ্ক্ষিত ইনস্টাগ্রাম মিউজিক এলো বাংলাদেশে।

যদি কেউ ইনস্টাগ্রাম অ্যাপটি খোলেন তাহলে তার এটি আপডেটও করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবেই যে কেউ এ নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।

২০১৮ সালের জুনে এ ফিচারটি যুক্তরাষ্ট্রে চালু হলেও বাংলাদেশে এর শুরুটা দেরি করেই হলো।

বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বহুদিন ধরেই ইনস্টাগ্রাম মিউজিক বাংলাদেশে আসুক এমনটা চাইছিল।

যেভাবে ব্যবহারে করবেন ইনস্টাগ্রাম মিউজিক:
– একটি স্টোরি আপ করতে প্রথমে ডানে চাপুন।
– ছবি তোলার পর উপরে ডান পাশে স্টিকার আইকন চাপুন। এ বোতামটি দিয়েই লোকেশন, পোল, কুইজ যুক্ত করা হয়।
– স্টিকার ট্যাবটিতে চাপলে সেখানে একটি ‘মিউজিক’ বোতাম আসবে। সেখান থেকে যেকোনো ব্যবহারকারী তার রুচি অনুসারে গান পছন্দ করতে পারবেন।

– গানের সাইজ এবং টেক্সটও নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন