নড়াইল অফিস :
নড়াইলে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন উদযাপনে শোভাযাত্রা ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়। ২৭ মার্চ জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় পুলিশ সুপার প্রবির কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস,মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের কর্মকর্তা কর্মচারি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন। শহরের প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সেখানে দুইদিনব্যাপি উন্নয়ন মেলার উদ্ভোধন করা হয়। পরে আয়োজিত আলোচনায় বক্তারা, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবাণ জানান। দু’দিনের মেলার ষ্টলে ষ্টলে বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জানতে ব্যাপক জন সমাগম ঘটে।
s
