হোম জাতীয় বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য আগের অবস্থায় ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক:

মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ন্যাম সম্মেলন থেকে ফিরে মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমারের বাণিজ্য পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতেও আলোচনা হয়েছে।

এ সময় মিয়ানমারের স্পেশাল ইনভয় পদটি দ্রুত পূরণের অনুরোধেও আশ্বাস পেয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান তিনি। বলেন, দারিদ্রের বিমোচন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নিমন্ত্রণে ৭ তারিখে সফলে যাচ্ছেন বলেও জানান মন্ত্রী হাছান মাহমুদ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন