হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ- ২০২০ এ ব্রঞ্জ পদক জয় করলেন মোল্লাহাটের গৃহবধু শাম্মী নাছরীন।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাংলাদেশ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ-২০২০ এ ব্রঞ্জ পদক জয় করলেন বাগেরহাট জেলাধীন মোল্লাহাটের গৃহবধু শাম্মী নাছরীন।

গত ২৭ ডিসেম্বর-২০২০ তারিখে বাংলাদেশ পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন এর আয়োজনে, শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় মোল্লাহাটের গাড়ফা গ্রামের শামচুল হক সেলিমের, সহধর্মিনী শাম্মী নাছরীন ৬৩, কেজি ওয়েট ক্যাটাগরিতে নারী বিভাগে ব্রঞ্জপদক অর্জন করেছে।

তার বর্তমান বয়স-৪৫ বৎসর। স্বামীর ব্যবসার সূত্রে ঢাকায় বসবাসরত শাম্মী নাছরীন শখের বসত একটু একটু করে চর্চা করে আজ সে এ অবস্থানে এসেছে বলে প্রতিবেদককে জানিয়েছে। সে আরো জানায় প্রতিযোগীতায় অংশগ্রহনকারিনীদের মধ্যে সেই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী। আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করে সকলের দোয়া কামনা করেছেন তিনি।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে, ঢাকার রিতু জান্নাত ও রানার্স আপ হয়েছে সামাইরা ইতি। তার এ অর্জনে সোমবার (১১জানুয়ারী, ২০২১) অভিনন্দন জানিয়েছেন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন