হোম খেলাধুলা বাংলাদেশ কোথায় হেরে গেছে জানালেন শোয়েব

খেলাধূলা ডেস্ক :

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা মানেই যেন হৃদয়ভাঙার গল্প। তিরে এসে তরি ডোবার উপাখ্যান। অ্যাডিলেডে সুপার টুয়েলভের টানটান উত্তেজনার ম্যাচেও বৃষ্টি আইনে ভারতের কাছে পাঁচ রানে হেরে গেছে বাংলাদেশ। তবে স্বপ্নভঙ্গের দিনে লিটনদের প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। এমন ম্যাচে ভারতের দেয়া ১৮৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের ওপেনিং জুটি সংগ্রহ করেছিল ৭ ওভারে ৬৬ রান।

বৃষ্টির পর ৯ ওভারে দরকার ছিল মাত্র ৮৫ রান। হাতে ছিল সব কটি উইকেট। যেকোনো উইকেটে, যেকোনো প্রতিপক্ষের সঙ্গে সহজ সমীকরণই বলা চলে। তবে লিটন রানআউট হতেই ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। খেলার মোড় ঘুরিয়ে দেয় লিটনের এই রানআউট। সরাসরি থ্রুতে তাকে ফিরিয়ে দেন লোকেশ রাহুল। অথচ ভারতীয় বোলাররা কোনোভাবেই থামাতে পারছিলেন না লিটনকে। ২৭ বলে ৬০ রান করা এই ওপেনারকে দেখে বাংলাদেশের সমর্থকরাও জয়ের স্বপ্ন দেখছিল।

লিটনের আউটের পর ভারতীয় বোলারদের তোপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শেষমেশ পাঁচ রানের আক্ষেপে পুড়তে হয় বাংলাদেশকে। তবে লিটনের ওই আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে রয়েছে। আসলে বাংলাদেশ হেরে গেছে মূলত তখনই।

ভারত-বাংলাদেশ ম্যাচ দেখার পর নিজের ইউটিউব চ্যানেলে প্রতিক্রিয়া জানিয়েছেন শোয়েব আখতার। ভারতের ১৮৫ রানের টার্গেটে ঝড়ো শুরুর পর বৃষ্টির পর মোমেন্টাম ধরে রাখতে পারেনি বলে মত শোয়েবের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, বাংলাদেশকে খুব ভালো শুরু এনে দেন লিটন দাস। কিন্তু বৃষ্টির পর তিনি দ্রুত সিঙ্গেলস, ডাবলস (বল ফাঁকে রেখে) নেয়ার চেষ্টা করছিলেন, যাতে বলটি ভিজে যায়। এমন করার কী দরকার ছিল? বল ব্যাটে আসছিল এবং তিনি এটিকে খুব ভালোভাবে খেলছিলেন । তারপর সে পিছলে যায় এবং তারপর রানআউট হয়ে যায়।

লিটনের রানআউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মত শোয়েবেরও। বলেন, এটা টার্নিং পয়েন্ট। এরপর তারা আর ম্যাচে ফিরতে পারেনি। যদি সে (লিটন) টিকে থাকত, বাংলাদেশ বড় ব্যবধানেই জিতত।

শোয়েব আখতার বলেন, দারুণ খেলেছে বাংলাদেশ। ভারত বড় ব্যবধানে জিততে পারেনি। শুধু জিতে গেছে ম্যাচটা। কিন্তু খুবই কম ব্যবধানে। তারা (ভারত) কি পরের ধাপে যেতে পারবে? বিশ্বকাপ জিততে পারবে? সময় সেটা বলে দেবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন