বাণিজ্য ডেস্ক :
ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) দেশের আরও দুইটি তৈরি পোশাক কারখানাকে ’সবুজ কারখানা’র স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা বিশ্বের সবুজ পোশাক কারখানা ভবনের ক্ষেত্রে শীর্ষে। বর্তমানে পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৮টি। তাছাড়া আমাদের ৫৮টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৬টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। ৪টি কারখানা রেটিং না পেলেও ইউএসজিবিসি থেকে লিড সনদ পেয়েছে। সবুজ কারখানা তালিকায় আমাদের পরে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
নতুন করে দুইটি কারখানা ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৮টিতে পৌঁছেছে। এছাড়া এ বছর শুধু প্লাটিনাম রেটিং পেয়েছে দেশের ১৩টি পোশাক কারখানা।
’সবুজ কারখানা’ স্বীকৃতি পাওয়া দুই কারখানার মধ্যে একটি প্লাটিনাম রেটিং পেয়েছে এবং অন্যটি গোল্ড রেটিং পেয়েছে।
গত ১৭ নভেম্বর গাজীপুরের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। প্লাটিনাম রেটিং পাওয়া কারখানাটিকে ৮৫ পয়েন্ট দিয়েছে সংস্থাটি।
আর ২৮ অক্টোবর নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেডকে স্বীকৃতি দেয়া হয়। গোল্ড রেটিং পাওয়া এ কারখানাটিকে ৬৪ পয়েন্ট দেয়া হয়েছে।
