খেলাধূলা ডেস্ক:
ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে প্রথম দিন শেষেই চালকের আসনে টাইগাররা। প্রথম দিনে মিরপুরে রেকর্ড সংখ্যক রান তুলেছেন বাংলাদেশি ব্যাটাররা। এর পেছনে বড় কৃতিত্ব নাজমুল হোসেন শান্তর। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
বিপিএল থেকেই উড়ছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলে অভিষেকের পর রান করতে না পারায় ব্যাপক সমালোচিত এই বাঁহাতি রীতিমতো রানমেশিনে পরিণত হয়েছেন। আয়ারল্যান্ড সিরিজ যেখানে শেষ করেছিলেন ঠিক যেন সেখান থেকেই আফগানিস্তান সিরিজ শুরু করলেন। ফরম্যাট চেঞ্জ হলেও শান্তর ব্যাটে তার কোনো চিহ্নই নেই।
বুধবার (১৪ জুন) আফগানদের বিপক্ষে ১৭৫ বলে ১৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শান্ত। ২৩ চার ও ২ ছক্কায় খেলা ইনিংসটি মুগ্ধ করেছে দর্শক-সমর্থকদের। অথচ ক্যারিয়ারের শুরুতে সমালোচনার ঝড় বয়ে গেছে এই বাঁহাতির ওপর দিয়ে। তার প্রতিভা নিয়েই সন্দেহ ছিল দেশের ক্রিকেট সমর্থকদের। অবশেষে সমালোচকদের মুখ কিছুটা হলেও বন্ধ করতে পেরেছেন তিনি।
ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন শান্ত। সেখানেই জানালেন নিজের ওপর অগাধ আস্থার কথা। সমালোচনা পাশ কাটিয়ে অনুশীলন চালিয়ে গেছেন, জানালেন তাও। তিনি বলেন, ‘(অতীতের সঙ্গে এখনকার) তফাত তেমন নেই। আমি সব সময় চেষ্টা করতাম যে আমার অনুশীলনের ধরণ, কতটুকু পরিশ্রম করছি, আমার কোন জিনিসটা করা দরকার (এসব নিয়েই চিন্তা করার)। আমার সেই বিশ্বাস ছিল যে ঠিকভাবেই এগুচ্ছি, অনুশীলনে সেই এফোর্টটা দিচ্ছি। ফল আসছিল না। অবশ্যই যখন রান করব না তখন তো আসলে একটা খারাপ লাগা কাজ করেই।’
বাংলাদেশের ব্যাটিং দেখে অনেকেরই এই টেস্টের উইকেটকে ব্যাটিং সহায়ক মনে হয়েছে। তবে শান্তর দাবি উইকেট ততটাও ব্যাটিং সহায়ক নয়। তিনি বলেন, ‘আমার কাছে এটা (ব্যাটিং) সহজ মনে হয়নি। আমার মনে হয়, আমি যে পরিকল্পনায় ব্যাটিং করার চেষ্টা করেছিলাম সেটাই বাস্তবায়ন করতে পেরেছি। পরিকল্পনায় আমি কী করতে চাই তা একদম নির্দিষ্ট ছিল। এজন্য মনে হয় আপনাদের কাছে একটু সহজ মনে হয়েছে। আমি অনেক কষ্ট করেই ব্যাটিং করেছি।’
জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে ব্যাটিং করার অনুভূতিও জানিয়েছেন শান্ত, ‘অনেক গরম। এতো গরমে যে আমরা আগে খেলেছি এমনও না। এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা নিয়ে তাই কখনও চিন্তাও করিনি। শেষ কয়েকদিন যেভাবে প্রাকটিস করেছি তার প্যাটার্নটাও এমনই ছিল- গরমে আমরা কীভাবে ম্যাচটা খেলব? এটা নিয়ন্ত্রণ করা যায় না, আমরা তাই চিন্তিতও না। ভালোভাবে শেষ করেছি আজকের দিনটা।’
প্রথম দিনে ৭৯ ওভারের খেলা হয়েছে। তাতেই ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান তুলেছে বাংলাদেশ। এই রানকে আরও বড় সংগ্রহে রূপ দিতে চান শান্ত। তিনি বলেন, ‘মাঝের ওভারে আরেকটি জুটি হতে পারত। এখন যেভাবে মুশফিক ভাই এবং মিরাজ ব্যাটিং করছে আমার মনে হয় এটা যদি বড় কোনো জুটি হয়, তবে মনে হবে না আমরা খারাপ অবস্থায় আছি।’
