নিজস্ব প্রতিনিধি :
আন্তর্জাতিক মানের কসমেটিক্স ও প্রসাধনী প্রতিষ্ঠান হারল্যান স্টোর এর দ্বার উন্মোচন হয়েছে সাতক্ষীরায়। রবিবার বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ রোড এলাকায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, বাংলা সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা ও কোম্পানিটির ব্রান্ড অ্যাম্বাসেডর অপু বিশ্বাস।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী এসএম শরিফুজ্জামান রুমি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হারল্যান স্টোর এর নির্বাহী পরিচালক আব্দুল আলিম শিমুল।
উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অপু বিশ্ববাস বলেন, যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। এছাড়া প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইলপলিশের মত সাজ সজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান নিউ ইয়র্ক স্টোরে।