ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় গ্রীল গেটের তালা ভেঙ্গে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। আড়াই মাসের ব্যাবধানে আবারও একই কাইদায় দ্বিতীয় চুরি ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্রে জানাগেছে, রবিবার দিবাগত রাত্রে বাঁকড়া গ্রামের ইউছুপ মোড়লের বাসার গ্রীলের তালা ভেঙ্গে চোরেরা একটি ডিসকভার ১২৫ সি.সি. কালো রংয়ের একটি মোটরসাইকেল নিয়ে গেছে। গাড়িটির নং যশোর-হ-১২১৮২৯।
এদিকে বিগত বছরের ১৭ অক্টোবর দিবাগত রাত্রে বাজার সংলগ্ন আলীপুর গ্রামের প্রবাসী রবিউল ইসলামের, পুত্র ব্যাবসায়ী মাহবুব হোসেন সাগরের, বাসায় একই কাইদায় চোরেরা তার নতুন মোটরসাইকেল ইয়ামা এফ.জেড.ভি-২ নিয়ে গেছে।
যার নং যশোর লÑ১৩৪৩১৩। এ বিষয়ে পুলিশকে লিখিত ভাবে জানিয়েও কোন ফল পাওয়া যায় না বলে জানান ব্যাবসায়ী সাগর। এলাকায় ক্রমাগত যদি এমন চুরি ঘটননা সংঘঠিত হয় তাহলে জনমনে নানা প্রশ্ন ও আতঙ্ক দেখা দিয়েছে। এ থেকে প্রতিকার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
s