নড়াইল প্রতিনিধি:
নড়াইল-২ আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাদের বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে লোহাগড়ার রাজনৈতিক অঙ্গন। এই বহিষ্কারাদেশের প্রতিবাদে এবং স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সমর্থনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এক বিশাল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়ার ঐতিহ্যবাহী মোল্যার মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সদ্য বহিষ্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) মো. মনিরুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের আবেগকে উপেক্ষা করে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট জানিয়ে দেন, রাজপথের লড়াই এবং ভোটের মাঠেই এর জবাব দেওয়া হবে।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,সদ্য বহিষ্কৃত নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু।,লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন ঘোষ এবং মহিলা দল নেত্রী খালেদা জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ ও গণমিছিল বের করা হয়। মিছিলটি লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীদের ‘কলস’ প্রতীকের সমর্থনে এবং বহিষ্কারাদেশের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি লক্ষ্মীপাশা চৌরাস্তায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
