হোম অন্যান্যসারাদেশ বলাবাড়িয়া রাস্তার সংস্কার কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে

বলাবাড়িয়া রাস্তার সংস্কার কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে

কর্তৃক
০ মন্তব্য 158 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত আশাশুনি সদরের বলাবাড়িয়া গ্রামের যাতয়াতের একমাত্র কাঁচা রাস্তাটির সংস্কার কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। এলাকার মানুষ রাস্তার কাজ শুরু হওয়ায় খুশিতে রয়েছে। রাস্তার দুরাবস্থার কথা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নজরে আসে এবং তিনি এলাকা পরিদর্শণ শেষে বরাদ্দের ব্যাপারে আশ্বস্ত করলে স্থানীয় লোকজন রাস্তার সংস্কারে এগিয়ে আসেন।

প্রবীন আওয়ামীলীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট ও শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের তত্ত্বাবধানে সেখানে প্রতিদিন ৩৩জন শ্রমিক কাজ করছে। গত ৩ দিনে রাস্তার ছোট ছোট ভাঙ্গা স্থান মেরামত করা হয়েছে। বাকী দুটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

রাস্তার দু’পাশে মাটি দিয়ে পুরোপুরি চলাচলের উপযোগী করে তুলতে এবং তারক মেম্বরের বাড়ীর সামনে থেকে এগিয়ে আসতে থাকা ইটের সোলিং এর কাজ আরও কমপক্ষে ৪শ মিটার বাড়িয়ে বড়ঘেরের রাস্তা পর্যন্ত নির্মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

প্রবীন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা জানান, ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা রাস্তাটির কাজ দ্রুত এগিয়ে নিতে সচেষ্ট আছি। ঝড়ের আঘাতে মাটি ধুয়ে রাস্তাটি সরু হয়ে গেছে। আরও বরাদ্দ পেলে দু’ধারে মাটি দিয়ে রাস্তার প্রস্থ বাড়াতে পারলে শুকনো মৌসুমে ভ্যানও চলাচল করতে পারবে।

প্রসঙ্গত. আম্ফানের তা-বে নদীর পানি ছাপিয়ে ছোট ছোট ঘের প্লাবিত করে বলাবাড়িয়া গ্রামের এ রাস্তাটি ছোট-বড় ৫ টি স্থানে ভেঙ্গে যায়। অর্থনৈতিকভাবে অতিগুরুত্বপূর্ণ এ রাস্তাটির দুটি জায়গায় মেরামত করা হলেও তিনটি জায়গা পড়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন