স্পোর্টস ডেস্ক:
গত বিশ্বকাপে আশা জাগানো দল নিয়ে গিয়েও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। এরপর গত চার বছরে আরও পরিপক্ব হয়েছে দল। ওয়ানডে ফরম্যাটে অন্যতম সেরা দল বাংলাদেশ। ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপেই টাইগারদের সামনে দেখানোর সুযোগ – ঠিক কতটা ভালো দল হয়ে উঠেছে বাংলাদেশ। আর এই সুযোগটা কাজে লাগানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নতুন অধিনায়ক সাকিব আল হাসান।
তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিব আল হাসানই যে সর্বোত্তম বিকল্প সে বিষয়ে একমত সবাই। তাই ১১ আগস্ট সাকিবের হাতেই তুলে দেওয়া হয়েছে টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব।
তবে অধিনায়কত্ব পেলেও সাকিব তখন কোনো প্রতিক্রিয়া জানাননি। এই মুহূর্তে গল টাইটান্সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত আছেন তিনি। সেখানে রোববার সাকিবের দল মুখোমুখি জাফনা কিংসের। সে ম্যাচের আগেই জানিয়েছেন অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়া। সাকিব জানান, অধিনায়কত্ব তার কাছে নতুন কিছু নয়।
২০১১ সালেও বিশ্বকাপে সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার আগেই টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব।
এদিন গলের ব্যাটিংয়ের সময় উপস্থাপিকা রিধিমা পাঠকের সঙ্গে কথা বলেন সাকিব। সেখানেই উঠে আসে অধিনায়কত্ব প্রসঙ্গও। রিধিমা সাকিবকে অভিনন্দন জানান।
গত বিশ্বকাপে ১০ দলের মধ্যে অষ্টম হয় বাংলাদেশ। ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে দলের লক্ষ্য নিয়ে অধিনায়ক সাকিব গত চার বছরে দলের উন্নতির কথাই বললেন, ‘আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’
টেস্ট ও টি-টোয়েন্টিতে খাবি খেলেও ওয়ানডে বাংলাদেশের শক্তির জায়গা। সবশেষ ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের ঠিক আগে অধিনায়কত্ব বদলে কিছুটা হলেও কি নড়বড়ে অবস্থায় দল? আগে থেকেই দুই সংস্করণে নেতৃত্ব দিতে থাকায় খুব একটা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে না বলে আশাবাদী সাকিব।
দল হিসেবে খেলতে পারলে যে বাংলাদেশ ভালোই করবে এ ব্যাপারে সাকিব নিশ্চিত। তিনি বলেন, ‘আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’
আজ রোববার (১৩ আগস্ট) থেকে পুরোদমে শুরু হয়েছে এশিয়া কাপের প্রস্তুতি। চলবে ২৫ জুলাই পর্যন্ত। তবে আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন সাকিব। ২০ আগস্ট এলপিএল শেষে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক। সাকিবের সঙ্গেই অনুশীলনে যোগ দেবেন লিটন দাস এবং পেসার শরিফুল ইসলামও।