হোম খেলাধুলা বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জিম্বাবুয়ের এক, নেই বাংলাদেশের কেউ

বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জিম্বাবুয়ের এক, নেই বাংলাদেশের কেউ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়ানডে ও টেস্টের মতো বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও নেই কোনো বাংলাদেশি। একাদশে দাপট দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের সর্বোচ্চ ৪ ক্রিকেটার জায়গা পেয়েছে বর্ষসেরা একাদশে।

এছাড়া একজন করে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের। বর্ষসেরা একাদশের নেতৃত্ব রাখা হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। উইকেটরক্ষক হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলতে না পারলেও ধারাবাহিক দুর্দান্ত খেলে যাচ্ছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। এবারও একাদশে সুযোগ পেয়েছেন তিনি।

ওপেনিংয়ে রোহিতের সঙ্গে আছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিনে ইংল্যান্ডের ফিল সল্ট, চারে পাকিস্তানের বাবর আজম, পাঁচে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ছয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা জায়গা পেয়েছেন। বোলিং বিভাগে দুই স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। জসপ্রীত বুমরাহর সঙ্গে আছেন পেস সামলানোর দায়িত্বে আছেন আর্শদ্বীপ সিং।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রাশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), জাসপ্রীত বুমরা (ভারত) ও আর্শদীপ সিং (ভারত)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন