হোম অন্যান্যসারাদেশ বর্তমান সরকারের আমলে কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি -কৃষি মন্ত্রণালয়ের অতিঃ সচিব ড.আব্দুর রৌফ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

বর্তমান সরকারের আমলে কৃষিতে দেশের গ্রাম পর্যায়ে ব্যাপক সফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। আজ বাংলাদেশের ঘরে ঘরে কৃষক কৃষাণীর মুখে ফুটেছে সুখের হাঁসি। সরকার কৃষকের কল্যাণে কৃষি প্রণাদোনা, ফ্রিতে সার, বীজ ও কীটনাশক প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষকদের সুবিধার্তে জরুরী ভিত্তিতে খাল খননের সুপারিশ করা হবে।

মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিঃ সচিব ড.আব্দুর রৌফ একথা বলেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৫ জানুয়ারি) বেলা ২টায় উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী হাইস্কুল মাঠে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। র‌বি/২০২১-২২ অর্থ বছ‌রে স্মল‌হোল্ডার এ‌গ্রিকালচারাল ক‌ম্পি‌টি‌টিভ‌নেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় বাস্তবা‌য়িত উচ্চ মূ‌ল্যের ফল/সব‌জি ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃ‌ষি‌বিদ নুরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের প‌রিকল্পনা অনু‌বিভা‌গের অ‌তি‌রিক্ত স‌চিব ড. মোঃ আবদুর রৌফ। স্বাগত বক্তব‌্য রা‌খেন কালিগঞ্জ উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহ‌মেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃ‌ষি মন্ত্রনাল‌য়ের যুগ্ম স‌চিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, কৃ‌ষি মন্ত্রনাল‌য়ের উপ-স‌চিব সুজয় চৌধুরী, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রোকনুজ্জামান বা‌প্পি, সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড, মুহাম্মদ আরিফুর রহমান, জেলা মার্কেটিং অফিসার আব্দুল্লাহ, ডিটিও এসএম, খা‌লিদ সাইফুল্লাহ, পিএসও, বিএআর সাতক্ষীরা আ‌রিফ হো‌সেন, শ‌্যামনগর উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা এসএম, এনামুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মিশুক কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আশিক ইকবাল ও কৃষা‌নি জয়‌ন্তি রানী মন্ডল।

উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছুসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও কৃষক কৃষানী।অনুষ্ঠানে কৃষক কৃষাণীদের মাঝে প্লাস্টিকের বাস্কেট প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন