হোম খেলাধুলা বরিশালের অধিনায়কত্ব নিয়ে ভিন্নসুর মিরাজের গলায়

বরিশালের অধিনায়কত্ব নিয়ে ভিন্নসুর মিরাজের গলায়

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তারকাবহুল দল গড়েছে ফরচুন বরিশাল। দলে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মতো জাতীয় দলের তারকারা। দলটিতে জাতীয় দলের সাবেক তিন অধিনায়কের সঙ্গে মিরাজও থাকায় নেতৃত্ব নিয়ে দ্বিধ্বান্বিত পরিবেশ সৃষ্টি হয়েছে।

ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন কে? -এমন প্রশ্নের জবাবে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) দলটির কোচ মিজানুর রহমান বাবুল বলেছিলেন তামিম ইকবালের নাম। তবে একদিন না পেরোতেই সুর বদলে গেছে দলটির। অধিনায়কত্ব নিয়ে ভিন্ন কথা বলছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিরাজ। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে অধিনায়কত্বের বিষয়টিও। এই প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন এখনও আমি কোনো কিছু জানিনা। এটা সম্পূর্ণ টিম মালিকের সিদ্ধান্ত, সে কিভাবে চায়। আর তামিম ভাই আমাকে বলেছিল যে তুই করলে ভালো হয়। সে চাচ্ছে যে আমিই করি। তারপর টিম ও মালিকের সিদ্ধান্ত।’

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই দল গঠনে এবারের বিপিএল বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতি নিতেও গুরুত্বপূর্ণ এবারের বিপিএল। মিরাজ বলেন, ‘বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতি নেওয়া যাবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে।’

গতবার বিপিএলে রান করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তাওহীদ হৃদয়। বিপিএলে রান করেই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। গত বছর দেশের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন শান্তই। এমনকি জাতীয় দলের অধিনায়কত্বও পেয়েছেন এই বাঁহাতি।

মিরাজ এ সম্পর্কে বলেন, ‘গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা পারফর্ম করেছে। ওদের জন্য এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটাও একটু সহজ হয়ে গিয়েছে। টানা দেড় বছরে শান্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রান করেছে। হৃদয়ও রান পেয়েছে। এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ।’

ভালো খেলার জন্য ভালো উইকেটের বিকল্প নেই। তাই মিরাজের চাওয়াতেও থাকল ভালো উইকেট, ‘আমরা সবসময়ই চাই ভালো জিনিসটা হোক। আমরা ছোট থেকে এরকম কন্ডিশনে খেলেই বড় হয়েছি। সত্যি কথা বলতে যেহেতু মিরপুরে খেলা আছে এবং আবহাওয়াটাও যেমন শীতের কন্ডিশন। আবহাওয়া যদি একটু ভালো থাকে বা শীতটা বেশি না পড়ে, তখন উইকেট আরেকটু ভালো থাকবে। আশা করি টিম কম্বিনেশন যেভাবে আছে, সবাই সুবিধা পাবে। উইকেট যদি ভালো হয়, ব্যাটাররা সুবিধা পাবে। উইকেট মোটামুটি খারাপ হলে সুবিধা পাবে বোলাররা। আমাদের মানিয়ে নিতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এবারের আসরটি বিপিএলের দশম আসর। দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১ মার্চ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন