হোম রাজনীতি বরিশাল-৫: আমার কর্মীরা কোনোদিনও মারামারি করে নাই: নৌকার প্রার্থী

বরিশাল-৫: আমার কর্মীরা কোনোদিনও মারামারি করে নাই: নৌকার প্রার্থী

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

রাজনীতি ডেস্ক:

পাল্টাপাল্টি অভিযোগে শেষ মুহূর্তে এসে উত্তপ্ত বরিশাল সদর আসনের ভোটের মাঠ। নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা। তবে নাটক সাজিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার পাল্টা অভিযোগ নৌকার প্রাার্থীর।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের শহরের উড়াল বাটনার বাড়ির সামনের প্রধান কার্যালয়ে হামলার অভিযোগ তোলা হয় নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুরের পাশাপাশি কমপক্ষে ১৫ জন আহত হন বলে দাবি করা হয়। নৌকার ২ কর্মীকে আটকে রেখে রিপন সমর্থকরা পুলিশে সোপর্দ করে।

রিপনের সমর্থকদের দাবি অতর্কিত হামলা করা হয়েছে তাদের ওপর। কোনো কারণ ছাড়াই হঠাৎ এমন হামলার শিকার হয়ে আতঙ্কিত তারা। এ ঘটনায় বিচারের দাবিও করেন তারা। ওই ঘটনায় শনিবার সকালে সংবাদ সম্মেলন করে সালাউদ্দিন রিপন অভিযোগ করেন নৌকার ভরাডুবি হবে জেনে হামলা চালানো হচ্ছে।

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, ৭ তারিখে ট্রাক মার্কার বিজয় নিশ্চিত। এ খবর পেয়ে নৌকার প্রার্থী ও তার সমর্থকরা আতঙ্কিত হয়ে হামলার ঘটনা ঘটিয়েছে। তবে, নৌকার সমর্থকদের পাল্টা অভিযোগ তাদের ওপর হামলা চালিয়েছে রিপনের অনুসারীরা। সুষ্ঠু তদন্ত চেয়ে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও প্রকাশের দাবি জানান তারা।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, এসব লাইম লাইটে আসার পায়তারা। নিজেরা নাটক সাজিয়ে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আওয়ামী লীগ ও দলের প্রার্থী জাহিদ ফারুক শামীমের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। উল্টো আমরা হামলার শিকার হয়েছি।

তিনি আরও বলেন, যদি সত্যিই হামলার ঘটনা ঘটে তাহলে তার সিসি ক্যামেরার ভিডিও প্রকাশ করুক। এসব স্ট্যান্টবাজি না করাই ভালো। বিকেলে এক সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী জাহিদের দাবি করেন সালাউদ্দিন রিপনের ওপর সন্ত্রাসীরা ভর করে ভোটের পরিবেশকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে।

বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেন, সুষ্ঠু পরিবেশটাকে নষ্ট করার পায়তারা চলছে। একদল সন্ত্রাসী ভর করেছে স্বতন্ত্র প্রার্থীর ওপর। তারা রিপনকে দিয়ে এসব করাচ্ছে। আমার কোনো কর্মী বা সমর্থক কোনোদিনও কোনো মারামারির সঙ্গে জড়িত ছিল না এবং নেই।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনকে গত ৪ জানুয়ারি সমর্থন দিয়ে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপন্থি সব নেতাকর্মী। এরপর থেকেই ভোটের সমীকরণে নতুন মেরুকরণ শুরু হয় বরিশাল সদর আসনে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন