হোম জাতীয় বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোট পড়েছে যে আসনে

বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোট পড়েছে যে আসনে

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

জাতীয় ডেস্ক:

বরিশাল বিভাগের মোট ২১টি সংসদীয় আসনের মধ্যে বরিশাল-১ আসনে সর্বোচ্চ ৬০.৪৮ শতাংশ ভোট পড়েছে। এ আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ্।

বরিশাল-১ (গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা) আসনে ১২৯টি কেন্দ্রের ফলাফলে আবুল হাসানাত নৌকা প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আবুল হাসানাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ১২২ ভোট। দুই উপজেলার এই আসনে ৩ জন প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, বরিশাল-১ আসনের ১২৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৮ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। ২৯৮ আসনে বেসরকারি ফলাফলে নৌকা ২২৩, লাঙ্গল ১১, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১ (নৌকা), জাসদ ১, বাংলাদেশ কল্যাণ পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থী ৬১টি আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে।

এ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯৯টিতে। তবে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। যেটি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আর রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় আটকে দেয়া হয়েছে ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল। আগামী ১৩ জানুয়ারি বন্ধ থাকা কেন্দ্রটির ভোটগ্রহণ শেষে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে ২৯৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। অন্যান্য দল থেকে জয়ের মুখ দেখেছেন মাত্র একজন প্রার্থী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন