হোম রাজনীতি বরগুনার দুইটি আসনে লড়বেন ১৭ জন

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি সংসদীয় আসন থেকে জাকের পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে বরগুনা-১ আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে এবং বরগুনা-২ আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। বরগুনা-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মো. জাহাঙ্গীর কবীর এবং বরগুনা-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন হানিফ সিকদার।

বরগুনা-১ আসনের প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী মো. মাসুদ কামাল, তৃণমূল বিএনপি মনোনীত মনোনীত প্রার্থী ইউনুস সোহাগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান অভি, তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম।

বরগুনা-২ আসনের প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা এমপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান লিটন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী ড. আবদুর রহমান খোকন, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম।

এ বিষয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, আগামীকাল (১৮ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন