জাতীয় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে বরগুনায় ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২ আগস্ট) বিকেলে বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা এলাকা থেকে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ এতে বাধা দেয়।
পরে নেতাকর্মীরা মিছিল শেষ করে জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন।
মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
মিছিলের স্লোগানে ছাত্রদলের নেতাকর্মীরা এ রায়কে গণভবনের রায় বলে উল্লেখ করেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এ রায় দেয়া হয়েছে। আমরা এ রায় মানি না। পতন না ঘটানো পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবে।’
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।