আন্তর্জাতিক ডেস্ক:
বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের পূর্বাঞ্চল। সোমবার (১৯ জুন) পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। এখনও নিখোঁজ ২৮ বাসিন্দা। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার রাত থেকেই চারটি পার্বত্য জেলায় ভূমিধসের ঘটনা ঘটছে। বন্যার কারণে নেমেছে পাহাড়ি ঢলও। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পঞ্চথর এলাকা। সেখানেই মৃত্যু হয়েছে দু’জনের। আকস্মিক বন্যা হওয়ায় শংখ-ভাসাবা এলাকায় ভেসে গেছেন অনেকে। জেলাটিতে এখনও নিখোঁজ ২১ জন।
বর্ষা মৌসুমে ভূমিধস এবং পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে হিমালয় কন্যা নেপাল। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুসারে, চলতি বছর বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত হবেন সাড়ে ১২ লাখ মানুষ।
