শিক্ষা ডেস্ক :
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের জনপদ। এই বন্যার্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও ব্যক্তিবর্গ। এ কার্যক্রমে পিছিয়ে নেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সংগঠন সূত্রে জানা যায়, সিলেট অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০টি পরিবারের মাঝে বিভিন্ন শুকনো খাবার, বিশুদ্ধ পানি, দিয়াশলাই, মোমবাতি প্রভৃতি সামগ্রী সরবরাহ করা হয়েছে।
এ ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত শাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাদের বাসায় বিশুদ্ধ পানিসহ অন্যান্য দ্রব্যাদি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে শাবি শিক্ষক সমিতি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এ অবস্থায় বর্তমানে সিলেট অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ বন্যায় আক্রান্ত সাধারণ মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘আমরা শাবিপ্রবি শিক্ষকরা এক দিনের বেতন এই বন্যার্তের মাঝে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এক দিনের বেতন ছাড়াও যে কেউ যেকোনো পরিমাণ অর্থসাহায্য দিতে পারবে। সামনের যেকোনো সংকটময় মুহূর্তে দেশবাসীর সহায়তায় এ ধরনের কার্যক্রম শাবি শিক্ষক সমিতির মাধ্যমে অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টসহ বিকাশ ও নগদ নম্বর সাহায্যের জন্য ব্যবহার করা হচ্ছে। দেশ ও দেশের বাইরে থেকেও আর্থিক সাহায্যের মাধ্যমে বন্যার্তদের পাশে থাকার সুযোগ থাকছে শাবি শিক্ষক সমিতির মাধ্যমে।’