হোম জাতীয় বন্ধুর বি‌য়েতে এসে হাও‌ড়ের জলে ডুবল দুই ক‌লেজছা‌ত্র

জাতীয় ডেস্ক:

কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে বন্ধুর বি‌য়ে‌তে বেড়া‌তে গি‌য়ে হাও‌ড়ের পা‌নি‌তে ডু‌বে দুই ক‌লেজছা‌ত্রের মৃত্যু হ‌য়ে‌ছে। গুরুতর আহত হ‌য়ে‌ছে বর।

মঙ্গলবার (০৪ জুলাই) দুপু‌রে উপ‌জেলার গুনধর ইউ‌নিয়‌নের ম‌রিচখালী এলাকায় বড় হাও‌ড়ে এ ঘটনা ঘ‌টে।

মৃতর‌া হ‌লেন, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উ‌দ্দি‌নের ছে‌লে, ঢাকা ক‌লে‌জের মাষ্টার্সের ছাত্র শরফু‌দ্দিন রাফু(২৪) এবং একই এলাকার লাল মিয়ার ছে‌লে, মু‌ন্সিগঞ্জ প‌লি‌টে‌নি‌কের ছাত্র
লিমন ইসলাম (২৩)।

পু‌লিশ জানায়, ক‌রিমগঞ্জ উপ‌জেলার গুণধ‌র ক‌দিমমাইজহা‌টি গ্রামে বন্ধু তৌ‌কি‌রের বি‌য়ে‌তে বেড়া‌তে আ‌সে ঢাকার ৬ বন্ধু। গতকাল (০৩ জুলাই) বি‌য়ে ছিল। আজ ছিল বৌভাত। মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে বা‌ড়ির সাম‌নে বড় হাও‌ড়ে গোসল কর‌তে না‌মে সবাই। এর ম‌ধ্যে তিনজন ডু‌বে যায়। তা‌দের‌ ম‌ধ্যে রাফু ও লিম‌নকে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরু‌ল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হ‌লে ডাক্তার মৃত ঘোষণা ক‌রেন।

বর‌ তৌ‌কির‌কে কি‌শোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ক‌রিমগঞ্জ থানার ও‌সি শামসুল আলম সি‌দ্দিকী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন