হোম জাতীয় বজ্রপাতের সময় মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

নরসিংদীর মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ জেলে সুমন দাস (২৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ১৮ ঘণ্টা পর মঙ্গলবার (২ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

সুমন দাস নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।

এর আগে সোমবার (১ জুলাই) দুপুর ২টার দিকে মেঘনা নদীর হাজীপুর অংশে নৌকায় পাঁচ জেলে মাছ ধরার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। এই ঘটনায় মিকুঞ্জ দাস (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়। আহত হন সঙ্গে থাকা আরও তিন জেলে। ওই সময় থেকে নিখোঁজ ছিলেন জেলে সুমন দাস।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, হাজীপুরের নয়াপাড়া এলাকার সুমন ও মিকুঞ্জসহ পাঁচ জেলে প্রতিদিনের মতো সোমবার সকালেও মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি একটি বাঁশের খুটিতে বেঁধে নৌকার ভেতরে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে বজ্রপাত হলে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে সুমন দাস নিখোঁজ হন। এ সময় আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিকুঞ্জ দাসকে মৃত ঘোষণা করেন। ওই সময় থেকে নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছিলেন।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মাদ রায়হান জানান, নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দল রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে মঙ্গলবার সকালে তারা পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় সুমন দাসের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন