জাতীয় ডেস্ক :
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১১ জেলেসহ তিন দিন ধরে নিখোঁজ বরগুনার একটি মাছ ধরার ট্রলার। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে নিখোঁজ জেলেদের স্বজনদের। নিখোঁজ ট্রলারটির নাম এমভি মা-বাবার দোয়া।
ট্রলারটির মালিক বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের হাবিবুর রহমান। নিখোঁজ ১১ জেলের মধ্যে ১০ জেলের বাড়ি নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক হাবিবুর রহমানের ছেলে মাসুদুর রহমান জানান, গত ২৮ নভেম্বর ১১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায় এমভি মা-বাবার দোয়া নামের ট্রলারটি। ট্রলারটিতে তার বড় ভাই মাহফুজুর রহমানও রয়েছেন।
তিনি আরও বলেন, সমুদ্রে যাত্রা শুরুর পর গত ৪ ডিসেম্বর পর্যন্ত জেলেদের সাথে যোগাযোগ থাকলেও গত তিনদিন ধরে ট্রলারসহ জেলেরা নিখোঁজ রয়েছেন। বিষয়টি ইতোমধ্যেই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিকে অবগত করা হয়েছে বলেও জানান মাসুদুর রহমান।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর বলেন, বিষয়টি আমার ইতোমধ্যেই কোস্টগার্ডেকে অবগত করেছি। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ড সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।