হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আ’লীগ নেতা কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আ’লীগ নেতা কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় স্বাধীনতার পরাজিত শক্তি উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ ডিসেম্বর) বিকালে আ’লীগ নেতা উপজেলা, পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ের গোলচত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ও শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান তুহিন, আ.লীগ নেতা সিনিয়র সাংবাদিক সহ: অধ্যাপক এমএ কালাম, আ’লীগ নেতা প্রবীন সাংবাদিক শেখ মোসলেম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেফতার করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন