হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অমর্যাদা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অমর্যাদা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 99 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ভাস্কর্য ভাঙচুর ও অমর্যাদা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা, আওয়ামীলীগের আয়োজনে সোমবার দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পর্কে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দলটির সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আবু আহমেদ, হারুনার রশিদ, শাহাদাৎ হোসেন, লায়লা পারভীন সেজুতি, এড. ওসমান গণি, এড. আজহার হোসেন, ডা. মুনসুর প্রমুখ।

বক্তারা এ সময় কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন