মাগুরা অফিস :
মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোনালী অতীত ক্লাব মাগুরার আয়োজনে আজ শনিবার সকালে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ার
ম্যান আবু নাসির বাবলু, সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুজ্জামান চাঁদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন প্রমুখ।
দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৪৫ টি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো মিনি ম্যারাথন, সাতার, দৌঁড়, লম্বা লাফসহ ৪৫ ইভেন্টে ৩ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
s
