জাতীয় ডেস্ক :
নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এতে উত্তরবঙ্গসহ পাশের দেশের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পূর্ব ও পশ্চিম পাড় সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশের প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সেতু শুধু বাংলাদেশের উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের নয়, এটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশের সঙ্গে রেলের মাধ্যমে অভ্যন্তরীণ অবকাঠামো সামর্থ্য বৃদ্ধি পাবে।
এসময় প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, মোট ৪.৮ কিলোমিটার সেতুর মধ্যে ১.১৮ কিলোমিটার মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে বসানো হয়েছে ১২ টি স্প্যান। আর ৫০টি পিলারের মধ্যে সম্পূর্ণ হয়েছে ১৬টি পিয়ার হেডের কাজ। আর প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই মূল সেতুর কাজ শেষ হবে বলে জানান তিনি।
জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা।