জাতীয় ডেস্ক :
বগুড়ার শাজাহানপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবু ইউসুফ (২৯) সংগঠনটির সক্রিয় সদস্য ও জেলা নায়ক।
বুধবার (৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ মার্চ) রাতে উপজেলার ফুলতলা গ্রামের আমেরিকা বোর্ডিংয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল।
গ্রেফতার আবু ইউসুফ বগুড়া সদরের রহমাননগর গ্রামের মো. ইউনুস আলী সরদারের ছেলে। তিনি সংগঠনটির সক্রিয় সদস্য ও জেলা নায়ক বলে জানিয়েছে পুলিশ। অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করার কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার আবু ইউসুফ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। তিনি আইটি বিষয়ে দক্ষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষণের দায়িত্ব পালন ও আল্লাহর দল-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে আর্থিক অনুদান প্রদান করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আবু ইউসুফ আল্লাহর দলের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। তিনি জঙ্গি সংগঠনটির তারকা মতিন মেহেদী, মতিনুল ইসলাম, মাহবুব মতিন ও মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী বলে জানিয়েছেন। তাকে আদলতে সোপর্দ করা হয়।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বগুড়া সদর থানার নিশিন্দারা পাইকপাড়ায় অভিযান চালিয়ে ‘আল্লাহর দল’-এর বগুড়া জেলা প্রতিনিধি ও জেলা নায়কসহ তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছিল অ্যান্টি টেররিজম ইউনিট।