ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শুভদিয়া এলাকা থেকে ২৫০টি কচ্ছপ উদ্ধার করেঝে খুলনা র্যাব-৬ এর একটি দল। এসময় তিন জনকে আটক করেছে।
র্যাব-৬ এর মিডিয়া সেলের মাধ্যমে জানা যায় বন্যপ্রাণি সংরক্ষন আইন অমান্য করে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত কচ্ছপ পাচার করে আসছিল।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে খুলনা র্যাব-৬ এর দল ফকিরহাটের শুভদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি বস্তার ভেতর থেকে চো-বড় ২৫০টি কচ্ছপসহ তিনজনকে আটক করে। র্যাব-৬ এর কমান্ডার এএসপি পহন চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ৬মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনোয়ার হোসেন। আটককৃত আসামীরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ গ্রামের মৃত নুরমোহম্মদের ছেলে মো. মনিরুজ্জামান (৩৭), সানকিভাঙ্গা গ্রামের সোহরব হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৮) ও ডুমুরিয়ার খড়িবুনিয়া গ্রামের মৃত বিনয় রায়ের ছেলে দিলীপ রায় (৩৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপগুলো বন অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
