হোম আন্তর্জাতিক ফ্লোরিডায় বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। হামলায় জড়িত সন্দেহে অস্ত্রধারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

আবারও বন্দুক হামলার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশটির সাউথ ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ বন্দুক হামলা চালায় এক অস্ত্রধারী। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, হামলার পরপরই বন্দুকধারী পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

যুক্তরাষ্ট্রে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে বন্দুক হামলার ঘটনা। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কাজ করা মানুষের অভিযোগ, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও বন্দুক আইনগুলো অপেক্ষাকৃত শিথিল হওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে প্রায় দেড় হাজার। এক পরিসংখ্যানে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে বেশ কয়েকজন চীনা নাগরিক রয়েছেন বলেও পরিসংখ্যানে উল্লেখ করা হয়।

গত ডিসেম্বরে ২০২১ সালের বন্দুক সহিংসতার চিত্র তুলে ধরেছে মার্কিন কর্তৃপক্ষ। এতে বলা হয়, ২০২১ সালে দেশটিতে যে পরিমাণে বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে তা ২০ বছরের মধ্যে রেকর্ড। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৩৭ হাজার। আর ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মারা যান ৩৮ হাজারের বেশি মানুষ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন