হোম রাজনীতি ফেরদৌসসহ সব প্রার্থীকে জয়ী করার আহ্বান তাপসের

রাজনীতি ডেস্ক:

চিত্রনায়ক ফেরদৌসসহ আওয়ামী লীগের সব প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মঞ্চ থেকে তিনি এ আহ্বান জানান।

তাপস বলেন, আজকের বিজয় শোভাযাত্রা প্রমাণ করে দিয়েছে বিজয় আমাদের সুনিশ্চিত। ৭ জানুয়ারি ফেরদৌসসহ নৌকার সব প্রার্থীকে আমাদের জয়ী করতে হবে।

এরআগে, বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। পরে বিকালে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে তা শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজয় শোভাযাত্রা শুরুর আগে সাংস্কৃতিক পরিবেশনা চলে। দুপুর ১টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়। এতে আলম আরা মিনুসহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশ করছেন। মঞ্চে রয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদসহ সংস্কৃতিকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন