হোম খেলাধুলা ফের তামিমের ফিফটি, তবুও ব্যাকফুটে ঢাকা

খেলাধুলা ডেস্ক :

চলতি বিপিএলে দুর্দান্ত তামিম ইকবাল, এক সেঞ্চুরির পাশাপাশি ফরচুন বরিশালের বিপক্ষে তুলে নিয়েছেন আসরের চতুর্থ হাফ সেঞ্চুরি। তবু ব্যাকফুটে মিনিস্টার ঢাকা। নির্ধারিত ওভার শেষে মাত্র ১২৮ রান সংগ্রহ তাদের।

তিন পাণ্ডবের ঢাকা প্লে-অফ নিশ্চিতের মিশনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে এক তামিম ইকবাল ছাড়া ব্যর্থ অন্যরা। তার ৫০ বলে ৬৬ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা। দুটি করে উইকেট শিকার করেন ফরচুন বরিশালের মেহেদী হাসান রানা ও ডোয়াইন ব্রাভো। এই ম্যাচ হারলে আসর থেকে অনেকটা ছিটকে যাবে ঢাকা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৯ বলে ৬ রান করে ফিরে যান মোহাম্মদ নাঈম। একপ্রান্ত আগলে ধরে রাখা তামিমকে এদিন সঙ্গ দিতে পারেনসি টপ অর্ডারের অন্য ব্যাটাররাও। জহুরুল ২, মাহমুদউল্লাহ ও শামসুর রহমান সমান ৩ রান করে মাঠ ছাড়েন। এরপর উল্লেখযোগ্য ইনিংস বলতে শুভাগত হোম ২৭ বল মোকাবিলায় ২১ রান করেন। শেষদিকে ৬৬ রান করা তামিমকে মেহেদী হাসান রানা ফেরালে ইনিংস বড় হয়নি ঢাকার। তামিমের ইনিংসটি ৯ চার ও এক ছক্কার মারে সাজানো ছিল।

ঢাকা এই ম্যাচ হারলে প্লে অফের রাস্তা ‍খুলে যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের জন্য। আর ঢাকাকে বসে থাকতে হবে তাদের ম্যাচের ফলের জন্য।

ফরচুন বরিশাল রয়েছে বিপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে, ৯ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ৯। কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটকে স্বপ্ন দেখানো পঞ্চপাণ্ডব বিপিএলের ময়দানে ভিন্ন কাতারে। মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফীকে নিয়ে মিনিস্টার গ্রুপ ঢাকা তিন পাণ্ডবের দল। প্লে অফ নিশ্চিতের মিশনে তাদের সামনে বাধার নাম সাকিবের ফরচুন বরিশাল।

আগের লেগে ঢাকার কাছে হারের ক্ষত বয়ে বেড়াচ্ছে বরিশালের ক্রিকেটাররা। তাই প্লে অফ নিশ্চিত হলেও এ লড়াইটা বিশেষ করে সাকিবের জন্য মর্যাদার। আর ক্যাপ্টেনের বার্তা মাথায় ভালোভাবে গেঁথে রেখেছেন অন্যরাও। ম্যাচের একদিন আগে ফরচুন বরিশালের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ক্রিকেট খেলায় নাম দিয়ে কখনও খেলা হয় না, ব্যাটে-বলে খেলা হয়। তো শেষ ম্যাচ কি হয়েছে তা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের পরের ম্যাচ কেমন খেলতে পারি তা নিয়ে আমরা পরিকল্পনা করছি। আমাদের পরিকল্পনা মাফিক কতটা মাঠে দিতে পারি তাই আমাদের লক্ষ্য।’

শান্তর চাওয়া জয়টা আসুক তার হাত ধরেই। বল হাতে পার্ট টাইমার হিসেবে সাফল্য পাচ্ছেন শান্ত। কিন্তু, মূল ভূমিকা ব্যাটার হিসেবে প্রত্যাশা মেটাতে পারছেন না তিনি। ব্যাট হাতে ব্যাডপ্যাচ কাটিয়ে ওঠার অপেক্ষায় শান্ত। আফগানিস্তান সিরিজের আগে যা তার জন্য বেশ জরুরিও।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন