জাতীয় ডেস্ক :
লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ফেনীর গ্রামীণ উন্নয়নে ৪৭ কোটি ১৫ লাখ ৬ হাজার ৩১৪ টাকা ব্যয় করেছে সরকার। ২০১৬-১৭ অর্থবছর হতে ২০২১-২২ অর্থবছরে এ উন্নয়ন বরাদ্দ ও ব্যয় হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রকল্পের অবহিতকরণ বিষয়ক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ প্রকল্পে নিয়ম-কানুনগুলো অনেক বেশি সুচারু। তাই এ উন্নয়ন কার্যক্রমে প্রান্তিক মানুষ উপকৃত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র নামে চারটি দলে বিভক্ত করা হয়। প্রত্যেক বিভাগের প্রকল্পের সহায়ক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের পরিধি প্রসঙ্গে স্থানীয় সরকার উপ-পরিচালক জানান, ২২ খাতে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের সমন্বিত বরাদ্দ ব্যবহারের বিধান রয়েছে। এগুলো হলো রাস্তা সংস্কার, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, পুকুরের গার্ডওয়াল ও প্যালা ওয়াল নির্মাণ, পুকুরের ঘাটলা নির্মাণ, প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ, স্বাস্থ্য কেন্দ্র সংস্কার ও আসবাবপত্র বিতরণ, কোভিড-১৯ মোকাবিলায় সুরক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরির জন্য বই, মাধ্যমিক বিদ্যালয়ের (বালিকা) শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি প্যাড বিতরণ, সিকিউরিটি ক্যামেরা স্থাপন, ডাস্টবিন নির্মাণ, যাত্রী ছাউনি নির্মাণ, কালভার্ট নির্মাণ, স্কুল ও বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে ওয়াশরুম নির্মাণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, সোলার বাতি স্থাপন, মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার সেট ক্রয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ এবং বৃক্ষরোপণ।
এ প্রকল্পের আওতায় গ্রামীণ হাট বাজার, পর্যটন এলাকা, সহশিক্ষা প্রতিষ্ঠানে পৃথক ওয়াল ব্লক, ব্রেস্ট ফিডিং কর্নার নির্মাণের সুপারিশ করা হয়।
