হোম জাতীয় ফুল সার্ভিস জলমহাল সিস্টেম স্থাপনে ভূমিমন্ত্রীর নির্দেশ

ফুল সার্ভিস জলমহাল সিস্টেম স্থাপনে ভূমিমন্ত্রীর নির্দেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

জাতীয় ডেস্ক:

ইজারা মূল্য পরিশোধ, অনলাইনে ইজারা প্রতিবেদন, ইজারা আদেশসহ জলমহালের ইজারা ব্যবস্থার সংশ্লিষ্ট কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার সুবিধাসহ ফুল সার্ভিস ডিজিটাল জলমহাল সিস্টেম স্থাপনের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (২ জানুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭৫তম সভায় এই নির্দেশ দেন তিনি।

বৈঠকে জানানো হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইনে জলমহালের ইজারা আবেদন প্রক্রিয়া উদ্বোধনের পর জলমহাল সংশ্লিষ্ট অংশীজন থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। বর্তমানে চালু অনলাইনে জলমহাল আবেদন সিস্টেমকে উন্নীত করে ফুল সার্ভিস সিস্টেমে রূপান্তর করা হলে প্রকৃত মৎস্যজীবীরা আরও সুবিধাজনকভাবে দক্ষ সেবা গ্রহণ করতে পারবেন।

বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে স্মার্ট ভূমিসেবা পোর্টাল থেকে অথবা সরাসরি জলমহাল আবেদন সিস্টেমে গিয়ে জলমহাল ইজারার জন্য আবেদন দাখিল করা যায়। এ ছাড়া জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিল ও ইজারা প্রক্রিয়ার বিস্তারিত ওয়েবপোর্টাল থেকেই জানা যাচ্ছে।

ভূমিসচিব মো. খলিলুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়ের সায়রাত মহাল শাখা এবং মৎস্য অধিদফতর ও সমবায় অধিদফতরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া জলমহাল সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা ও তাদের প্রতিনিধিরা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন