হোম খেলাধুলা ফুটবলারদের গাড়ি আগুনে পোড়ালেন আর্জেন্টিনার সমর্থকরা

খেলাধূলা ডেস্ক :

আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে গদয় ক্রুজের বিপক্ষে ২-০ গোলে হারায় আতলেটিকো আলদোসিভির সমর্থকরা নিজ দলের ফুটবলারদের গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ বৃহস্পতিবার (১১ আগস্ট) তাদের প্রতিবেদনে জানিয়েছে, আতলেটিকো আলদোসিভির খেলোয়াড় ও কোচিং স্টাফদের মোট পাঁচটি গাড়ি আগুনে পুড়িয়েছেন ক্লাব সমর্থকরা। চার ফুটবলার–হাভিয়ের ইরিতিয়ের, ব্রায়ান মার্তিনেজ, হোসে দেভেচ্চি ও ফ্রান্সিসকো চেরোর ব্যক্তিগত গাড়ি ছাড়াও কোচিং স্টাফ লুকাস রদ্রিগেজ পাগানোর গাড়িও সমর্থকরা আগুনে পুড়িয়েছেন।

এ সময় অবশ্য কেউ আহত হননি। কারণ, তারা গাড়িগুলো পার্কিং করেছিলেন মার দেল প্লাতা অঞ্চলে ক্লাব স্টেডিয়ামের উদ্‌যাপনের জায়গায়। আর তাদের ম্যাচ ছিল মেন্দোজায়। যেখানে পৌঁছাতে তারা নিজেদের গাড়িগুলো রেখে বাসে ছড়ে প্রথমে বিমানবন্দরে যান এবং সেখান থেকে গন্তব্যে পৌঁছান। মেন্দোজায় হারের পর খেলোয়াড়েরা ফেরার আগেই কিছু উন্মাদ সমর্থক গুলি ছুড়তে ছুড়তে ক্লাবের সীমানায় ঢুকে পড়েন।

ভয়ে নিরাপত্তারক্ষীরা সরে যান নিরাপদ স্থানে। এ সময় তারা আগুন দেন ওই গাড়িগুলোতে। স্থানীয় প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়েছেন। তবে ততক্ষণে গাড়িগুলোর যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে।

এ ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে ‘ক্লারিন’ জানিয়েছে, ঘটনার সঙ্গে আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী ‘বারা ব্রাভা’র যোগসূত্র পেয়েছে পুলিশ। যারা মূলত উগ্রবাদী একটি সংগঠন। ক্লাবের বাজে পারফরম্যান্স দেখলেই হট্টগোল বাজিয়ে বসে তারা। শেষ চার ম্যাচের মধ্যে আলদোসিভির তিন ম্যাচে হারায় সমর্থকরা এমন কাণ্ড ঘটিয়ে বসেন বলে জানা যায়।

এ বিষয়ে ক্লাবের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবের সমর্থকদের হিংসাত্মক কাজ কোনোভাবেই অনুমোদন করে না আলদোসিভি। সহিংস কোনো কাজই সমাধান বয়ে আনে না। আমরা ক্লাবের প্রতি দায়বদ্ধতা, সম্মান ও ভালোবাসা বাড়ানোর কাজ করে যাব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন