হোম খেলাধুলা ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সোনালী প্রজন্মের আরও এক তারকা

ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সোনালী প্রজন্মের আরও এক তারকা

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

তার ঝাঁকড়া কোঁকড়ানো চুলগুলো মাঠে বাকিদের চেয়ে আলাদা করে রাখতো তাকে। বলছি বেলজিয়ামের মারুয়ান ফেলাইনির নাম। এক সময় ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনে খেলা এই মিডফিল্ডার এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এডেন হ্যাজার্ডের পর বেলজিয়ামের সোনালী প্রজন্মের আরও এক তারকা ফুটবলকে বিদায় জানালেন।

বেলজিয়ামের ৩৬ বছর বয়সী তারকা মারুয়ান ফেলাইনি গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বেলজিয়ামের জার্সিতে ৮৭ ম্যাচ খেলা এই তারকা ২০১৯ সালে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন। এবার ক্লাব ফুটবল থেকেও অবসরে গেলেন তিনি।

২০০৮ সালে বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিগ থেকে প্রিমিয়ার লিগের দল এভারটনে যোগ দেন ফেলাইনি। এরপর ২০১৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ২০১৯ সালে চাইনিজ লিগের দল শানডং লুনেংয়ে যোগ দেন তিনি। সেখানেই খেলেছেন ক্যারিয়ারের শেষ সময়টা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য একটা যাত্রা ছিল এটা! আমি খুবউই ভাগ্যবান যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালবেসেছি, তার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পেরেছি।’

বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে পারায় নিজেকে গর্বত মনে করছেন বলেও জানান ফেলাইনি এবং বেলজিয়াম জাতীয় দলে খেলে নিজেকে সম্মানিত মনে করছেন তিনি। বেলজিয়াম জাতীয় দলের হয়ে ২০০৮ অলিম্পিক, ২০১৬ এর ইউরো ও ২০১৪ ও ২০১৮ এর বিশ্বকাপে খেলেছেন ফেলাইনি। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকে শেষ করছিল হ্যজার্ড, লুকাকু, ডি ব্রুইনা, ফেলাইনিদের সোনালী প্রজন্ম। বেলজিয়ামের হয়ে ৮৭ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।

ক্লাব পর্যায়ে এভারটনের হয়ে ১৪১ প্রিমিয়ার লিগ ম্যাচে ২৫ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন ফেলাইনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতায় ১৭৭ ম্যাচে ২২ গোল করেছেন তিনি। শেষোক্ত ক্লাবটির হয়ে ২০১৬ সালে এফএ কাপ ছাড়াও ২০১৭ সালে ইউরোপা লিগ ও ইএফএল কাপ জিতেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন