হোম জাতীয় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় সময় বজ্রপাতে মাহমুদুর রহমান রিয়াদ (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে শহরের পৌর এলাকায় যমুনা নদীর ক্রসবার বাঁধ-৩ এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়াদ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের আব্দুল আজিজের ছেলে ও সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠী নিয়ামূল হোসেন জানান, রিয়াদসহ ৮ বন্ধু শহরের ক্রসবার বাঁধ-৩ এলাকায় ফুটবল খেলার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে রিয়াদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রিয়াদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন