হোম অন্যান্যসারাদেশ ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

অনলাইন ডেস্ক:

বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসার সামনে মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার সকাল ১১টার দিকে নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসার শিক্ষার্থীরা স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের সদস্যের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা বলেন, মহাসড়ক ৬ লেনে উন্নিত করার কারণে সড়কে উচুঁ ডিভাইডেড দেওয়ার কারণে প্রায় ১ কিলোমিটার রাস্তা ঘুরে মাদরাসায় আসতে হয়। এছাড়াও ডিভাইডেডের ওপর দিয়ে মহাসড়ক পারাপার হতে গিয়ে এখানে বেশ কয়েকবার সড়ক দুর্ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে এখানে সড়ক দুঘটনায় ছাত্রসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। যেদিন আমাদের মাদরাসার ছাত্র নিহত হয় ঐ দিনও আমরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলাম। ঐ সময় আমাদের ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু ফুটওভার ব্রিজের কাজ শুরু না হওয়ায় আজকে আমাদের আবারো সড়কে বসতে হয়েছে। আমাদের সবার দাবি এখানে মহাসড়ক পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ দিতে হবে।

নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসার সুপার হযরত আলী বলেন, এখান একটি মাদরাসা, সরকারি স্বাস্থসেবা কেন্দ্র, একটি বিনোদন পার্ক, কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনসহ প্রতিদিন হাজার হাজার জনগণ ও ছাত্র ছাত্রী মহাসড়ক পারাপার হয়। এখানে একটি ফুট ওভার ব্রিজ বিশেষ প্রয়োজন। সরকার ও স্থানীয় ঊদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে সবার পক্ষ থেকে ফুড ওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে এলাকাবাসী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা বক্তব্য রাখেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ফুট ওভার ব্রিজ নির্মাণের অশ্বাস দিলে নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসার সুপার ছাত্র ছাত্রীসহ সবাইকে মহাসড়ক ছেড়ে দিতে বলেন। এরপর অবরোধ তুলে নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন