হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের স্বীকৃতি: সম্ভাব্য তিন প্রতিক্রিয়া দেখাবে ইসরায়েল

ফিলিস্তিনের স্বীকৃতি: সম্ভাব্য তিন প্রতিক্রিয়া দেখাবে ইসরায়েল

কর্তৃক Editor
০ মন্তব্য 72 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা, মোনাকো। গাজায় ইসরায়েলি যুদ্ধ ও অধিকৃত পশ্চিম তীরে দখলদারির বিরুদ্ধে প্রতীকী প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা দেশগুলো এ স্বীকৃতির দিয়েছে। ভবিষ্যতে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভবণা রয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অবমাননা, হত্যাকাণ্ড ও শত- সহস্র ফিলিস্তিনিকে ঘরছাড়া করার বিরুদ্ধে এটি একটি ক্ষুদ্র ও প্রতীকী পদক্ষেপ। তবে এর বাইরেও পদক্ষেপটির গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে।

তবে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র বলেন, এই স্বীকৃতি ‘হাস্যকর’। এটি ‘সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে’ বলে আরও উল্লেখ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে আল জাজিরাকে এক বিশ্লেষক বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির ক্রমবর্ধমান প্রতিশোধের জন্য ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আরও জমি অধিগ্রহণ করতে পারে অথবা বিদেশী বিরোধী দলগুলিকে সমর্থন করতে পারে; যারা এই সিদ্ধান্তের বিরোধী।

মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের পররাষ্ট্র নীতি পরিচালক আদেল আবদেল গাফর বলেন, ‘ইসরায়েল তিনটি উপায়ে প্রতিক্রিয়া জানাতে পারে- প্রথমত, ইসরায়েল সঠিক তথ্য পরিবর্তন করে আরও জমি দখল করবে। কিন্তু তারা সবার সামনে ফিলিস্তিন রাষ্ট্রকে কার্যকর বা বাস্তবসম্মত বলে প্রচার করবে।

দ্বিতীয়ত- ইসরায়েল তার কূটনৈতিক হাতিয়ারও ব্যবহার করতে পারে। যার মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলির সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে পারে। তৃতীয়ত- ইসরায়েল স্বীকৃতি দেওয়া দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে।’

উদাহরণস্বরূপ আদেল আবদেল গাফর আরও বলেন, অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্বীকৃতি দেওয়ার পদ্ধতি রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল। এরই মধ্যে দেশটির বিরোধীদলীয় নেত্রী সুসান লে বলেছেন, তারা ক্ষমতায় এলে স্বীকৃতি ফিরিয়ে নিবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন