হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের পক্ষে স্লোগান শুনে চুপ বাইডেন

ফিলিস্তিনের পক্ষে স্লোগান শুনে চুপ বাইডেন

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

আসন্ন নির্বাচন সামনে রেখে কয়েক সপ্তাহ আগেই প্রচারণা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে স্বস্তি নিয়ে এ লড়াইয়ে নামতে পারেননি তিনি। ইসরাইলকে এক পাক্ষিক সমর্থন আর মার্কিন অর্থনীতির টালমাটাল অবস্থায় নিজের প্রেসিডেন্ট পদ পুনরুদ্ধার নিয়ে ঘোর অনিশ্চয়তায় তার ভাগ্য।

স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) ওয়াশিংটনে ‘ইউনাইটেড অটো ওয়ার্কার্স’ সংগঠনের রাজনৈতিক সম্মেলনে অংশ নেন জো বাইডেন। নিজেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শ্রমিক বান্ধব প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন তিনি।

আগামী নির্বাচনে বাইডেনের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান শ্রমিক নেতারা। এ সময় রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনে নির্বাচনী প্রচারণায় আবারও ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। তার বক্তব্যের সময় গাজায় যুদ্ধবিরতির দাবিতে স্লোগান দিতে থাকেন অনেকে। এতে নিজের বক্তৃতা থামাতে বাধ্য হন বাইডেন।

এছাড়াও হোটেলের বাইরে ব্যাপক বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থিরা। এর আগে মঙ্গলবার ভার্জিনিয়ার সমাবেশেও গাজায় যুদ্ধ বিরতির দাবিতে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তিনি।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে এবার জো বাইডেনকে কঠিন চ্যালেঞ্জেনর মুখে পড়তে হবে বলে স্বীকার করেছেন তার নির্বাচনী ক্যাম্পেইনের উপদেষ্টা। গাজা ইস্যুতে ডেমোক্র্যাট দলের মধ্যে বাইডেনের সমালোচনার পাশাপাশি এবার তা মার্কিন সাধারণ নাগরিকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। এতে নির্বাচনী মূল লড়াই শুরুর আগেই বাইডেন পিছিয়ে পড়েছেন বলে ধারণা তার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন