হোম আন্তর্জাতিক ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য: ক্যামেরন

ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য: ক্যামেরন

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি যুক্তরাজ্য বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ‘যুগান্তকারী কূটনৈতিক সমাধান’ হবে বলে মনে করেন তিনি।

সোমবার (২৯ জানুয়ারি) এক বক্তৃতায় এসব কথা বলেন ক্যামেরন। খবর গার্ডিয়ানের।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের জন্য এখন একটি রাজনৈতিক দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন, যেখান থেকে তারা ধারণা করতে পারে যে, দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়টি সম্ভব।

এর আগে জেরুজালেমে এক বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইল ও ফিলিস্তিনিদের শান্তি প্রক্রিয়ার জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার আহবান জানান তিনি।

নেতানিয়াহু বরাবরই ফিলস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের বিষয়ে দ্বিমত পোষণ করে আসছেন। শুধু তাই নয়, এই প্রচেষ্টা বাস্তবায়ন হলে তা ইসরাইলের জন্য ‘বিপজ্জনক’ হবে দাবি করে তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে আসছেন।

কিন্তু সোমবারের বক্তব্যে ক্যামেরন জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো জাতিসংঘকে চাপ প্রয়োগ করবে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রটি কেমন হবে, কী নিয়ে গঠিত হবে এবং এই রাষ্ট্র কীভাবে কাজ করবে তা আমরা জাতিসংঘে তুলে ধরব।

ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রের গুরুত্বের কথা তুলে ধরে ক্যামেরন আরও বলেন, সঠিক সময়ে তার দেশ অবশ্যই ফিলিস্তিনিদের এই দাবির পক্ষে থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন